শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ১২:১৯:৩২

বাংলাদেশ সফরে এই একটি কারণে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরে এই একটি কারণে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ঢাকায় পা রাখার আগে বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়া নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান। গতকাল তিনি বলেন, আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। তবে প্রকৃত অবস্থাটা বোঝা যাবে সেখানে (বাংলাদেশে) পৌঁছে। বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে কেটেছে অস্ট্রেলিয় ক্রিকেটারদের। এ কারণে ভয় পাচ্ছে তারা।

অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, গত দুই মাস হাতে ব্যাটই ধরেননি তিনি। অজিদের সর্বশেষ খেলতে দেখা গিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে বাংলাদেশ সফরের আগে এ  নিয়ে ভীত নন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান।

গতকাল ডারউইনে প্রস্তুতি ক্যাম্পে সংবাদমাধ্যমকে ড্যারেন লেহম্যান বলেন, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি নিয়ে ভীত নই আমি। সেখানে না পৌঁছে কিছু বলতে পারেন না। আমরা পরিশ্রম করছি। বেতন-ভাতা নিয়ে বির্তক চলাকালেও খেলোয়াড়রা নিজেদের মতো করে নিজেদের প্রস্তুতি চালিয়েছে। তাই ফিটনেসের প্রশ্ন উঠছে না। তারা খেলার মতো অবস্থায়ই রয়েছে। এখন দেশ ছাড়ার আগে আমাদের লক্ষ্যটা হলো দলের স্কিলটা প্রত্যাশিত মানে নিয়ে যাওয়া।

বাংলাদেশের বিপক্ষে ১১ বছর পর টেস্ট  খেলতে নামছে অস্ট্রেলিয়া। তবে টাইগারদের বিপক্ষে সুখস্মৃতি রয়েছে লেহম্যানের। ২০০৩-এ দুই ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যায় বাংলাদেশ দল। ডারউইন ও কেয়ার্নসে উভয় টেস্টেই সেঞ্চুরি হাঁকান ড্যারেন লেহম্যান। গতকাল লেহম্যান বলেন, লম্বা মৌসুম শেষে বিরতিটা কাজে দেয়। ডারউইনের নর্দান টেরিটোরি ক্রিকেট একাডেমির মাঠে পিচটাও তৈরি করা হয়েছে বাংলাদেশের আদলে নিচু, মন্থর ও স্পিন সহায়ক। তিনটি উইকেটই ঢাকা ও চট্টগ্রামের মতো।

ডারউইনের আবহাওয়াও বাংলাদেশের মতো গরম ও আর্দ্র। ২০০৬-এ অ্যাডাম গিলক্রিস্ট ও জেসন গিলেস্পির নৈপুণ্য বাংলাদেশে ২-০তে সিরিজ জয়ের পর এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার রেকর্ডটা সুখের নয়। এশিয়ার মাটিতে গত ১১ বছরে মাত্র দুই ম্যাচে জয়ের মুখ দেখেছে অজিরা। এর প্রথমটি ২০০১তে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে। আর সর্বশেষ জয়টি আসে চলতি বছরই ভারতের বিপক্ষে পুনে টেস্টে।

তবে লেহম্যান বলেন, আমাদের হাতে সময় আছে। বাংলাদেশে গিয়ে মানিয়ে নেয়ারও যথেষ্ট সময় পাচ্ছি আমরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচটাও কাজে দেবে।  ডারউইনে সাত দিনের ক্যাম্প শেষে আগামী ১৮ই আগস্ট ঢাকার উদ্দেশে দেশ ছাড়বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু আগামী ২৭শে আগস্ট। তার আগে ২২ ও ২৩শে আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
১২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে