যেসব সাবেক বিশ্বতারকা ফের ক্রিকেট খেলবেন
স্পোর্টস ডেস্ক : সদ্য ক্রিকেট প্রশাসনে পুরোপুরি ঢুকে পড়া সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত ফের প্যাড-আপ করে ক্রিজে নামবেন। সচিন ছাড়াও সঙ্গে থাকবেন ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগও।
যাব না, যাব না করে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অল স্টারস টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন তেন্ডুলকর ও শেন ওয়ার্নের অধিনায়কত্বে দু’টি দল খেলবে এই টি-টোয়েন্টি সিরিজে। মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে নিউ ইয়র্ক (৭ নভেম্বর), হিউস্টন (১১ নভেম্বর) ও লস অ্যাঞ্জেলিসে (১৪ নভেম্বর)।
যেখানে খেলবেন ব্রায়ান লারা, রিকি পন্টিং, শোয়েব আখতার, গ্লেন ম্যাকগ্রা, কোর্টনি ওয়ালশ, অ্যালান ডোনাল্ড, ওয়াসিম আক্রম, কার্টলে অ্যামব্রোস, মুথাইয়া মুরলীধরন, সাকলিন মুস্তাকদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।
এই তালিকায় সৌরভের নাম শুরু থেকেই থাকলেও তিনি সচিন এবং ওয়ার্নের উদ্যোগে এই সিরিজে খেলার ব্যাপারে অনিশ্চিত ছিলেন। সিএবি-তে প্রেসিডেন্ট হিসেবে সরকারি ভাবে কাজ শুরুর দিনেই সৌরভ বলেছিলেন, ‘‘আমি জানি না সচিনকে কী করে বলব, যেতে পারছি না।’’
তবে শেষ পর্যন্ত সব কাজ গুছিয়ে নিয়ে মার্কিন সফরের জন্য তিনি সপ্তাহ খানেক সময় বার করেছেন বলে শোনা গেল। শনিবার সন্ধ্যায় সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, প্রথম ম্যাচটিতে তিনি খেলতে পারবেন না। শেষ দু’টি ম্যাচে সম্ভবত খেলবেন। পরে রাতে সৌরভ নিজেই এসএমএসে জানান, ‘‘অলস্টার সিরিজে খেলতে ৯ নভেম্বর রওনা হচ্ছি।’’
কারা এই সিরিজে খেলবেন, তা ঠিক হয়ে গেলেও কোন প্রাক্তন তারকা কোন দলে খেলবেন, তা এখনও ঠিক হয়নি। সেটা ঠিক হবে ৫ নভেম্বর, প্রথম ম্যাচের দু’দিন আগে। অর্থাৎ সৌরভ-সচিনকে একসঙ্গে ব্যাট করতে নামতে দেখা যাবে, না তাঁরা একে অপরের বিরুদ্ধে নামবেন, তা এখনই বলা যাচ্ছে না। তবে লড়াইটা যে সচিন বনাম ওয়ার্নের, তা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। কারণ, দুই দলের ক্যাপ্টেন তাঁরাই।
গত কয়েক দিন ধরে সচিন এই সিরিজের জন্য রীতিমতো প্র্যাকটিস করলেও সৌরভের সেই সুযোগ হয়নি বলেই তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন। আগামী কয়েকদিনে তিনি প্র্যাকটিসে নেমে পড়েন কি না, সেটাই দেখার।
এ দিকে যেখানে সিরিজের প্রথম ম্যাচ হতে চলেছে, সেই নিউ ইয়র্কে এখন জমিয়ে ঠান্ডা পড়েছে। জ্যাকেট পরা সচিন নিজের ছবি টুইট করে লিখেছেন, ৭ নভেম্বর শেন ওয়ার্নের টিমের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি। সে দিনের পূর্বাভাস বলছে তাপমাত্রা থাকবে পাঁচ ডিগ্রি সেলসিয়স ও বৃষ্টির আশঙ্কা নাকি ৬০ শতাংশ। সিটি ফিল্ড স্টেডিয়ামের দর্শকসংখ্যা প্রায় ৪০ হাজার। তবে এই পূর্বাভাসের জন্য নাকি টিকিট বিক্রির হার ভাল নয়। -আনন্দবাজার
০১ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর