দেখে নিন, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে টাইগার বাহিনী কতটা শক্তিশালী
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসে ঢাকায় আসছে জিম্বাবুয়ে কিওকেট টিম। বহুদিনের এই পুরাতন বন্ধু-শত্রুকে মোকাবেলায় তাই প্রস্তুতিও কম নয় বাংলাদেশের। সেই ক্যাম্পবেল যুগ থেকেই তো এগিয়ে যাওয়ার জন্য দুই দেশের লড়াই। এগিয়ে যাওয়ার সেই যুদ্ধে অপেক্ষাকৃত এগিয়েই বাংলাদেশ।
দীর্ঘদিন পর সেই শত্রু -বন্ধুকে নিজের মাটিতে পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক হিসেবে তাই স্পিন আক্রমণেই অতিথিদের আপ্যায়নের কথা ভাবছে বাংলাদেশ। রঙিন জার্সিতে লড়াইয়ের জন্যে তিন স্পেশালিস্ট স্পিনারকে বেছে নিয়েছে বিসিবি। এরা হলেন সাকিব আল হাসান, আরাফাত সানী ও জুবায়ের হোসেন।
অন্যদিকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ দলে মোট পেসার চারজন। নবাগত কামরুল ইসলাম রাব্বির সঙ্গে পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেন আল আমিন।
বিশেষজ্ঞ চার পেসার ও তিন স্পিনারের সঙ্গে মাঠে থাকবেন নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ। আর অলরাউন্ডার পরিচয়ে থাকছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার।
ব্যাটিংয়ে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাসির হোসেন ও সাব্বির রহমান।
চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।
১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�