ওরা ২৫ জন খেলবে বিপিএলে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য পাকিস্তানী যে ২৫ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। অবশেষে তাকে অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এদের মধ্যে অভিজ্ঞ তারকা শোয়েব মালিক, মোহাম্মদ আসিফ থেকে শুরু করে তরুণ প্রতিভাবান বোলার মোহাম্মদ আমিরও রয়েছেন।
বাংলাদেশে বিদেশি নাগরিক ভ্রমনের বিষয়ে অনেক রাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও বিশ্ব ক্রিকেটাঙ্গনের জমকালো আসর বিপিএলে নিজেদের খেলায়াড়দের অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু করে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিপিএল টুর্নামেন্টের কার্যক্রম চলবে। এই সিরিজে পাকিস্তানী খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএলে আমাদের যেসকল খেলোয়াড়কে নিবন্ধিত করা হয়েছে তারা খেলবে। তবে পাক ক্রিকেটারদের বিপিএলে খেলানোর পিসিবির সিদ্ধান্ত নিজেদের স্বার্থেই এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ বাংলাদেশ মহিলা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার পর থেকে পিসিবি চাচ্ছে বিসিবির সঙ্গে যাতে সম্পর্কের উন্নয়ন হয়।
১নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�