শিব-সেনা আতঙ্কে বাড়তি নিরাপত্তায় ইমরান তাহির!
স্পোর্টস ডেস্ক: ভারতের হিন্দুবাদী রাজনৈতিক দল শিব সেনার তীব্র বাঁধার মুখে পন্ড হয়েছিল পাক-ভারত ক্রিকেট বোর্ডের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বৈঠকটি। এর পরই ভারত থেকে সরিয়ে নেয়া হয়েছিল দুই সাবেক পাকিস্তানি খেলোয়াড় ও এক আম্পায়ারকে।
ঘটনা এখনেই শেষ নয়। এবার কথা উঠেছে ভারতের উগ্রবাদী শিব-সেনাদের হামলার শিকার হতে পারেন সফররত দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির! ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় শিব-সেনা আতঙ্কে পাকিস্তানি বংশোদ্ভুদ তাহিরকে বাড়তি নিরাপত্তায় রেখেছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।
তবে প্রোটিয়া টিম ম্যানেজম্যান্ট থেকে তাহিরের বিশেষ নিরাপত্তার ব্যাপারটি বার বারই অস্বীকার করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দ.আফ্রিকা দলের এক মুখপাত্র জানান, দল থেকে বলা হয়েছে তাহিরকে টিম হোটেলের বাইরে যেন বের হতে না দেওয়া হয়।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের জন্ম পাকিস্তানের লাহোরে। তিনি পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু জাতীয় দলে সুযোগ না মেলায় দ.আফ্রিকায় পাড়ি জমান। আর ২০১১ সালে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি এ স্পিনারের।
২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�