সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৪:১৪:৫৬

বিপিএলে ভালো খেলে হেরে গেলেও আফসোস নেই তামিমের

বিপিএলে ভালো খেলে হেরে গেলেও আফসোস নেই তামিমের

স্পোর্টস ডেস্ক: আগে থেকেই চেট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল নিজ বিভাগের হয়ে বিপিএল তৃতীয় আসরের জার্সি গায়ে মাঠে নামবেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ এ ভাগ্যক্রমে চট্টগ্রামবাসীর সেই ইচ্ছে পূরণ হয়েছে। এবার চট্টগ্রামবাসীর জন্য আরো একটি সুখবর জানালো ফ্রাঞ্জাইজিটির কতৃপক্ষ।অর্থাৎ এবারের আসরের দলটির অধিনায়কের গুরুদায়িত্বও থাকছে তামিমের কাঁধেই। রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যা ডিসন ওয়াটার ব্লুতে আয়োজিত চিটাগং ভাইকিংসের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়সহ আরো অনেকে।অনুষ্ঠানে ঘোষণা করা হয় তামিম ইকবাল তৃতীয় আসরে চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়কের ভূমিকায় থাকবেন। অনুষ্ঠানে দল নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তামিম ইকবাল, ‘আমরা সবাই মিলে ভাল খেলার চেষ্টা করবো। কে দলে আছে সেটা ব্যাপার না। দিনশেষে আমরা কেমন পারফরম্যান্স করলাম সেটাই আসল।’ সেই ভাল পারফরম্যান্স যদি শেষ পর্যন্ত জয়সূচক নাও হয় তাতেও আফসোস করতে রাজি নন তামিম, ‘এমনও যদি হয় আমরা ভাল খেলে হেরে গেলাম, তারপরেও হারানোর কিছু থাকবে না। আমরা মাঠে লড়তে চাই।’ ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে