যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (আজ) ঢাকায় আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও হঠাৎ করেই সিদ্ধান্ত পাল্টায় তারা।
অবশেষে কারণ জানা গেল এর। বাংলাদেশ ক্রিকেট টিমের বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার।
বাংলাদেশের নারী ক্রিকেট টিম যখন ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ খেলার জন্য চট্টগ্রামের কক্সবাজারে উপস্থিত হয় তখন তারা শুনতে পায় আসবে না তাদের প্রতিপক্ষ।
আফ্রিকার নিরাপত্ত্বা তদন্ত টিমের প্রতিবেদন দেখার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবেদনে কি আছে সেটা পরিস্কার নয়।
তবে খুব নেতিবাচক কিছু থাকার কথা নয় এই প্রতিবেদনে। কেননা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড বিসিবির সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।
এমনকি তারা জানিয়েছে, এই মাসের মধ্যেই নতুন সিডিউল জানাবে দক্ষিণ আফ্রিকার বোর্ড। অন্যদিকে এই মাসের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ের নারী ক্রিকেট টিম বাংলাদেশ সফরে আসবে।
এই সিরিজের পরে সিদ্ধান্ত আসতে পারে ওই সিরিজের বিষয়ে। দক্ষিণ আফ্রিকার এই বিষয়টি অনেকটাই স্বাভাবিকভাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর