স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে শুরুর দাপটটা ছিল ভারতের। প্রথম চার ওভারেই ভারতের রান ছিল চল্লিশের উপরে। কিন্তু এক টাইগারের তীব্র ছোবলে এবার কাত হচ্ছে ভারতীয় শিবির।
শুরুতে বাংলাদেশের একজন বোলার খুবই বাজে পারফর্ম করেন। তাকে বোলিংয়ে বিরত রাখার পরে স্বাভাবিক খেলাটা খেলছিল বাংলাদেশ। ভারত ১৫ ওভার শেষে ৭৫ রান সংগ্রহ করে।
কিন্তু এর পরে যখন মুমিনুল নাসিরের হাতে বল তুলে দেন তখন আর উইকেটে থাকতে পারছিল না ভারতীয় ব্যাটসম্যানরা। হাফসেঞ্চুরি করা অ্যাগুরওলকে ফেরান তিনি।
এর পরে রায়েনা ও যাদবকেও প্যাবিলিয়নে ফেরান নাসির। ভারতের ৫ ব্যাটসম্যান এখন সাজঘরে। খেলার সর্বশেষ পরিস্থিতি হলো, ৩১ ওভার শেষে ১৫১ রান।
ভারতীয় ব্যাটসম্যানরা উইকেট হারানোর আতঙ্কে ধৈর্য্য ধরে একটি ফাইটিং স্কোর গড়ার চেষ্টা চালাচ্ছেন। তবে বাংলাদেশ নিয়ন্ত্রণভাগে রয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর