বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৩:০৩

জাতীয় লিগে খেলে কারা কত পাবেন, ঘোষণা দিয়েছে বিসিবি

জাতীয় লিগে খেলে কারা কত পাবেন, ঘোষণা দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের আসর। এই আসরের জন্য ক্রিকেটাররা দুটি শ্রেণীতে পারিশ্রমিক পাবেন। জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর ঘোষণার পর বিসিবি’র টুর্নামেন্ট কমিটির চেয়্যারম্যান আকরাম খান জানান এ বিষয়ের নানা দিক।

তিনি জানান, ১০০ জন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বেতন পান। এবারের আইসিএলে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা পাবেন একুশ হাজার টাকা।

অন্যদিকে দ্বিতীয় শ্রেণীর ক্রিকেটাররা পাবেন বিশ হাজার টাকা। চ্যাম্পিয়ান দল প্রাইজমানি হিসাবে পাবে বিশ লাখ টাকা। ক্রিকেটারদের সন্মানি কম হয়ে যায় উল্লেখ করে অন্য একটি পরিকল্পনার কথা বলেন তিনি।

তিনি বলেন, তালিকাভূক্ত ক্রিকেটারদের বেতন খানিকটা কমিয়ে আইসিএলের সন্মানি বাড়ানো যায় কিনা তা আমরা ভেবে দেখব। এবারের আইসিএলে অংশ নিচ্ছে আটটি দল।

সাত বিভাগের সাতটি দল। তবে ঢাকা থেকে দুটি দল। ঢাকা মেট্টো ও ঢাকা বিভাগ নামে এই দল দুটি আইসিএলে খেলবে।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে