স্পোর্টস ডেস্ক : ব্যাঙ্গালুরুতে ভারত বাংলাদেশের ক্রিকেট লড়াই চলছে। মুমিনুলের সিদ্ধান্তে ভারত শুরুতে ব্যাট করে। বাংলাদেশের প্রতিবেশী প্রতিপক্ষ দেশের ক্রিকেটাররা শুরুতেই জ্বলে ওঠে।
তবে এই যাত্রায় ধস নামে খানিকটা পরেই। ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু শেষের দিকে অবিশ্বাস্যভাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর ঠিকই চড়াও হয় ভারতীয় ব্যাটসম্যানরা।
পঞ্চম উইকেটে ১০২ ও ষষ্ঠ উইকেটে ৭৮ রানের ঝুটি এগিয়ে নেয় ভারতকে। ৫০ ওভার খেলা শেষে ৩২৩ রানের টার্গেট দাঁড় করে ভারত।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে স্যামসন সর্বোচ্চ ৭৩ রান করেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে গুলকেরাত করেন ৬৫ রান। অন্যদিকে আট নম্বরে খেলতে নেমে ৫৬ রান করে নট আউট থাকেন ধাওয়ান।
বাংলাদেশের বোলাররা ভারতের সাতটি উইকেট নিতে সক্ষম হন। বড় ভূমিকাটি এখানে নাসিরের।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর