স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের শুরুর দিকে পাকিস্তানে বসছে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। ক্রিস গেইল ও স্বদেশি ক্রিকেটার আফ্রিদি থাকছেন এই আসরের শীর্ষে। আকাশচুম্বি মূল্য আসবে দুই জনেরই। আর এই আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন দুই বাংলাদেশি তারকা। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে উঠছে গুঞ্জন।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশ তাদের নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরে না পাঠালে বিপিএলে খেলোয়াড় পাঠানো নিয়ে ভেবে দেখবে পাকিস্তান।
বাংলাদেশের দুই তারকা সাকিব ও তামিমকে ডাকছে পিসিএল। এখানে খেলতে রাজি সাকিব ও তামিম দুইজনেই। তারা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনুমতি দিলে এই আসরে অংশ নিবেন তারা।
ক্রিকেট ইস্যুতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যোজন-বিয়োজন সম্পর্ক বিদ্যমান। কখনো ভালো আবার কখনো কূটনৈতিক চাল লক্ষ্য করা যায়।
এদিক থেকে ধারনা করা যায়, তামিমদের যাওয়া ও আফ্রিদিদের আসা দুই দেশের বোর্ডের উপরই নির্ভরশীল।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর