বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৪৫:৫৩

আজ চট্টগ্রামে একটা বাজে ‘রেকর্ড’ গড়লেন সাব্বির

আজ চট্টগ্রামে একটা বাজে ‘রেকর্ড’ গড়লেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে দলের বিপদের সময় অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাব্বির রহমান। খেলেছেন ক্যারিয়ারসেরা (৬৬ রান) ইনিংস।  দ্বিতীয় ইনিংসেও একই পরিস্থিতিতে জুটি বাঁধেন দু’জন।  যদিও প্রথম ইনিংসের মতো দীর্ঘস্থায়ী হয়নি সেই জুটি।  তবে অবাক হওয়ার মতো ঘটনা হচ্ছে দুই ইনিংসে সাব্বিরের আউট হওয়ার ধরণ ছিল একই রকম।  এমনকি যা প্রথমবারের মত একটি ঘটনা ঘটল বাংলাদেশের ক্রিকেটে।

প্রথম ইনিংসে স্টাম্পড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তাই। এক টেস্টের দুই ইনিংসেই স্টাম্পড হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হলেন সাব্বির। আর টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই স্টাম্পড হওয়া ২০তম ব্যাটসম্যান তিনি।  সবার আগে এই স্বাদ পেয়েছিলেন আলবার্ট হর্নবি।

সেই ১৮৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে দুই ইনিংসে স্টাম্পড হয়েছিলেন সেই সময়ের ইংলিশ অধিনায়ক। সাব্বিরের আগে সবশেষ এই অভিজ্ঞতা হয়েছিল কেমার রোচের।

আরও একটি বিষয় হলো, দুই ইনিংসেই বোলার ছিলেন 'আতঙ্ক' সৃষ্টি করা বোলার নাথান লায়ন। যদিও দুই ইনিংসে সাব্বিরকে স্টাম্পিং করার প্রক্রিয়া ছিল ভিন্ন। প্রথম ইনিংসে পুল করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন খানিকটা। দ্বিতীয় ইনিংসে উইকেটকিপার ম্যাথু ওয়েডের কাজ ছিল অনেকটাই সহজ। বেরিয়ে এসেছিলেন সাব্বির। ওয়েডের জন্য এর চেয়ে সহজ স্টাম্পিংয়ের সুযোগ আর কিছু হতে পারে না। মোটেও ভুল করেননি অজি উইকেটকিপার।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে