বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪০:৪৭

লায়নের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন মুশফিক

লায়নের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট হারাচ্ছিলো বাংলাদেশ দল। পাঁচ উইকেট হারানোর পর সাব্বির রহমানকে নিয়ে দেয়াল গড়ার চেষ্টা করছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। নিজেদের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই চাইছিলেন মধ্যবিরতিতে যেতে। সে কারণেই কিনা ইচ্ছে করে সময় নষ্ট করছিলো মুশফিক-সাব্বির। তা দেখে ক্ষেপে উঠলেন অজি ডানহাতি স্পিনার নাথান লায়ন। কথার লড়াই শুরু করলেন মুশফিকের সঙ্গে।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এই ঘটনা চোখ এড়ায়নি কারো। দিন শেষে ম্যাচে সাত উইকেটে হারলো বাংলাদেশ, লায়ন জিতলো ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। অধিনায়ক মুশফিক যখন সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন, তখন প্রশ্ন উড়ে এলো লায়নের সঙ্গে ওই মুহূর্তকে কেন্দ্র করে।

কি হয়েছিলো মাঠে? কেনই বা দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়? এই সময়ে মুশফিককে আম্পায়ার নাইজেল লংয়ের শরণাপন্ন হতেও দেখা গেছে। ব্যাপারটি যে মুশফিক খুব গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন না, তা টের পাওয়া গেলো তার কথাতেই।

মুশফিক বলেন, ‘মাঠে তো এগুলো স্বাভাবিক। কথাবার্তা হয়ই। ওরা (অস্ট্রেলিয়া) সবস্ময় কথা বলতে থাকে। ও আম্পায়ারের সামনে আমাকে কথা শোনাচ্ছিলো জোরে জোরে। আমি সেটা ওকে বলার পাশাপাশি আম্পায়ারকেও জানায়। আম্পায়ারকে বলি, ‘‘আপনাদের সামনে যদি এভাবে বলে তাহলে আমরা আর কার কাছে যাবো।’’ এটাই তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আম্পায়ার বলেছে, হ্যাঁ, এটা আমি শুনেছি। আমি চেষ্টা করবো কথা বলার।’

অবশ্য অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এসব স্লেজিং নতুন কিছু নয়। বরং, স্লেজিংয়ে দলটির খ্যাতি বিশ্বজোড়া। ১১ বছর পর ঘরের মাঠে পেয়ে বাংলাদেশও ছাড় দেয়নি। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার স্লেজিংয়ের জবাবও দিয়েছে। এই ম্যাচ চলাকালীন সময়েই দলের ব্যাটসম্যান সাব্বির রহমান বলেছিলেন, ‘তারা আমাদেরকে স্লেজিং করি, আমরাও জবাব দেয়। ছাড় দেয় না। আর আমার স্লেজিং করতে ভালো লাগে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে