রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৫:১৬

সিপিএলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো শাহরুখের নাইট নাইডার্স

সিপিএলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো শাহরুখের নাইট নাইডার্স

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৩ উইকেটে হারিয়েছে ডোয়াইন ব্রাভোর দল।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত ফাইনালে ত্রিনবাগোর জয়ের নায়ক কেভন কুপার। ১৩৬ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯০ রানেই ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ত্রিনবাগো। এরপরই উইকেটে আসেন কুপার। অষ্টম উইকেটে দিনেশ রামদিনের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার।

শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ২২ রান। অস্ট্রেলিয়ান পেসার বেন হিলফেনহাসের করা ১৯তম ওভারে টানা তিন বলে একটি ছক্কা ও দুই চার হাঁকান কুপার। সব মিলিয়ে এই ওভার থেকেই ২২ রান তুলে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ত্রিনবাগো। ম্যাচসেরা হওয়া কুপার ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯  ও রামদিন ২৬ রানে অপরাজিত ছিলেন। ওপেনার কলিন মানরোর ব্যাট থেকে আসে ২৯ রান।

এর আগে বল হাতেও ২ উইকেট নেন কুপার। ত্রিনবাগোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি প্যাট্রিয়টস। সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত ছিলেন কার্লোস ব্রাফেট। জ্বলে উঠতে পারেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল (১) ও এভিন লুইস (১৬)।
১০ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে