রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০২:২৬:৫৫

সিপিএলে মনে রাখার মত জয় পেলো ত্রিনবাগো নাইট রাইডার্স

  সিপিএলে মনে রাখার মত জয় পেলো ত্রিনবাগো নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: আবারও চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স। এনিয়ে দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো। ফাইনালের মঞ্চে ডোয়াইন ব্রাভোর দলের কাছে ৩ উইকেটে পরাজিত হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সিপিএলে মনে রাখার মত জয় পেলো ত্রিনবাগো নাইট রাইডার্স।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে সেন্ট কিটস। জবাবে ৬ বল হাতে রেখে ৩ উইকেটের রোমাঞ্চর জয় পায় নাইট রাইডার্স।

৯০ রানেই ৭ উইকেট হারিয়ে বিপদে পড়া ত্রিনবাগোর হাল ধরেন কুপার। অষ্টম উইকেটে দিনেশ রামদিনের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে দলকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেন কুপার। শেষ দুই ওভারে ২২ রান প্রয়োজন ছিল ত্রিনবাগোর।

অস্ট্রেলিয়ান পেসার বেন হিলফেনহাসের করা ১৯তম ওভারে টানা তিন বলে একটি ছক্কা ও দুই চার হাঁকান কুপার। সব মিলিয়ে এই ওভার থেকেই ২২ রান তুলে ৬ বল হাতে রেখই জয় নিশ্চিত করে ত্রিনবাগো। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন কুপার আর রামদিন ২৬ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন কুপার।

এর আগে ত্রিনবাগোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সেন্ট কিটস। কিটসের হয়ে ব্রাফেট সর্বোচ্চ ৩০ রান করেন। নবী ৫ বলে খেলেন ১৮ রানের ঝোড়ো ইনিংস। এছাড়া এভিন লুইস ১৬, ব্রান্ডন কিং ১৯, জোনাথন কার্টার ২১ এবং ডেভন থমাস করেন ১৭ রান।
১০ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে