রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:১৮:০৩

কোহলির টুইটে আপ্লুত পাকিস্তানি সমর্থকরা

কোহলির টুইটে আপ্লুত পাকিস্তানি সমর্থকরা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলির একটি টুইট দেশের সীমা ছাড়িয়ে সাড়া জাগিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও। বলা হচ্ছে, শিক্ষক দিবসে কোহলির টুইটটি যত না ভারতীয়দের মনে দাগ কেটেছে তার থেকে অনেক বেশি আপ্লুত করেছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের। কিন্তু কী আছে সেই টুইটে?

কোহলি যে ছবিটি পোস্ট করেছেন তা ব্যাকগ্রাউন্ডে লেখা আছে এক ঝাঁক সাবেক তারকা ক্রিকেটারদের নাম। সেই তালিকায় শচীন টেন্ডুলকার যে সবার উপরে থাকবেন সেটাই স্বাভাবিক। সঙ্গে কপিল দেব, বীরেন্দ্র শেবাগ, সৌরভ গাঙ্গুলী, শন পোলক, রিচার্ডস, ব্রায়ান লারা সবাই আছেন। কিন্তু পাকিস্তানি সমর্থকদের আপ্লুত হওয়ার কারণ হল সেই তালিকায় জায়গা করে নিয়েছেন গ্রেট ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম উল হক।

ছবিটি পোস্ট করে কোহলি লিখেছেন, 'বিশ্বজুড়ে সব শিক্ষকদের বিশেষ করে যারা ক্রিকেট বিশ্বের, সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। '

উচ্ছ্বসিত পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা কেউ লিখেছেন, 'এই সময়ের ক্রিকেট সুপারস্টারকে পাকিস্তানের পক্ষ থেকে সম্মান। ' কেউ লিখেছেন, 'অসাধারণ অভিব্যাক্তি। অনেক ভালোবাসা'। কারও পোস্টে লেখা হয়েছে, 'অসাধারণ ব্যাকড্রপ।
' কেউ লিখেছেন, 'কোহালি হলো এমন এক প্রতিভা, যিনি মাঠ ও মাঠের বাইরে সমান। '

এত কিছুর পরও কিন্তু ভারতের সমর্থকরা একটি প্রশ্ন তুলেছেন! সেটা হলো এই তালিকায় কোথাও স্পিন লিজেন্ড এবং কোহলিদের সাবেক কোচ অনিল কুম্বলের নাম নেই কেন? জবাবও অবশ্য তৈরিই আছে কোহলির কাছে; কারণ বর্তমান কোচ রবি শাস্ত্রীও তো নেই!
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে