সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৪৪:৫৪

গলফ খেলে কারাগারে কেভিন পিটারসেন

 গলফ খেলে কারাগারে কেভিন পিটারসেন

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। তার ক্রিকেটীয় ক্যারিয়ারে বিতর্ক যেন সব সময়কার সঙ্গী। অনেক অনেকবারই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন তিনি, কখনও কথায়, কখনওবা কাজে।

এবার অবশ্য বড় কোন অপরাধ করেননি। তবে বিমানবন্দরের মত স্পর্শকাতর জায়গায় অপরাধটিকে বড়ই বলা যায়! সুইজারল্যান্ডে অবস্থানরত ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার শখের গলফ খেলতে গিয়ে গলফ বলটা একেবারে ঢুকিয়ে দিয়েছেন জেনেভার বিমানবন্দরে। এরপর আর কি, হাজতবাস!

উদ্বিগ্ন হওয়ার মত এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মাধ্যমে ভক্ত-সমর্থকদের জানিয়েছেন পিটারসেন নিজেই। একটি কক্ষে বন্দী অবস্থায় নিজের ছবি পোস্ট করে ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান লিখেছেন, ‘জেনেভা বিমানবন্দরের একটি কক্ষে আটকে আছি আজ। এটা মোটেই কৌতুক নয়। বেপরোয়া গফল সুইংয়ের কারণে সাময়িক এই বন্দীদশা।’

২০১৩-১৪ মৌসুমে ইংল্যান্ডের অ্যাশেজ বিপর্যয়ের পর দল থেকে বাদ দেয়া হয় পিটারসেনকে। তার ইংল্যান্ড ক্যারিয়ার যে শেষ হয়ে গেছে, এরপর সেটা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন নির্বাচকরা। ইংল্যান্ডে ব্রাত্য এই ব্যাটসম্যান এখন তাই জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় খেলার আশায় দিন গুনছেন।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে