সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০৯:২৫

পাকিস্তানের মাটিতে তামিম ইকবাল

  পাকিস্তানের মাটিতে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন তামিম ইকবাল। এর আগে শনিবার রাতে ঢাকা ত্যাগ করেন তিনি। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে দুবাই পৌঁছান। সেখানে বিশ্ব একাদশের সব ক্রিকেটাররা একসাথে জড়ো হন। এরপর একই বিমানে চড়ে একসাথে পাড়ি জমান পাকিস্তানে।

আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

আইসিসির পক্ষ থেকে বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এই প্রস্তাব পাওয়ার পর পরই এক বাক্যেই বিশ্ব একাদশের হয়ে খেলতে রাজী হয়ে যান তামিম। যদিও সিরিজের আয়োজক দেশ পাকিস্তান বলে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে।

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তান জাতীয় দলের এই সিরিজের মাধ্যমেই আবারও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে এনেছে আইসিসি।

অবশ্য সফরকারী ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও দেশটির প্রশাসন। বিশ্ব একাদশের ম্যাচকে ঘিরে পুরো দেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বিশ্ব একাদশের পুরো দলটিই তারকাদের নিয়ে ঠাসা। ফ্যাফ ডু প্লেসিস, হাশিম আমলা, তামিম ইকবাল, ড্যারেন সামির মতো বর্তমান তারকা ক্রিকেটারদের সাথে আছেন সাবেক পল কলিউংউডের মতো ক্রিকেটারও।

এছাড়াও আছেন স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট এলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।

অন্যদিকে পাকিস্তানের পক্ষে মাঠ মাতাবেন সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আমিরের মতো তারকা ক্রিকেটাররা।

আছেন ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফের মতো তরুণ পরীক্ষিত ক্রিকেটাররাও। এছাড়াও দলে আছেন বাবর আযম, উমর আমিন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, আমের ইয়ামিন, রুমান রাঈস, উসমান খান ও সোহাইল খান।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে