সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০২:১৭:১০

ঢাকা ডায়নামাইটসে আসছে আরও এক আফ্রিদি

ঢাকা ডায়নামাইটসে আসছে আরও এক আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস আগেই দলে টেনেছে পাকিস্তানি লিজেন্ড শহিদ আফ্রিদিকে। এবার আরও একজন আফ্রিদিকে চুক্তিভুক্ত করল তারা। তিনিও পাকিস্তানি। পুরো নাম শাহীন শাহ আফ্রিদি। খবরটি জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

খাইবার এজেন্সির বাসিন্দা শাহীন শাহ। পাকিস্তান ফেডারেল শাসিত আদিবাসী অঞ্চলের একটি উপজাতীয় এলাকা খাইবার। সেখানে খেলেই বড় হয়েছেন শাহ। দুরন্ত এই ফাস্ট বোলারকে ২ বছরের জন্য দলে নিয়েছে ঢাকা।

১৭ বছরের শাহীন ঢাকার হয়ে স্বদেশী গ্রেট আফ্রিদি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলবেন।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। শাহীনের বোলিং স্টাইল অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের মত। যা দেখে মুগ্ধ মুস্তাক আহমেদ ও ওয়াকার ইউনুসের মত গ্রেটরা।

ইন-সুইঙ্গারের জন্য বিখ্যাত বাঁহাতি এই ফাস্ট বোলার উভয় দিকেই সুইং করাতে পারেন এবং ৯০ মাইলের উপরে গতিতে বোলিং করতে পারেন। শাহীন গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন, ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন।

পাকিস্তান সুপার লিগের পরের আসরের জন্য বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিই পাখির চোখ করেছে তাকে। পেশোয়ার জালমির সহকারী কোচ আব্দুর রহমানও শাহীনকে প্রশিক্ষণ দিয়েছেন। রহমান পেশোয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ক্রিকেট কোচদের মধ্যে একজন।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে