মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৪৫:২৬

পাকিস্তানে তামিমের ম্যাচ শুরু হবে যখন ও দেখাবে যে যে চ্যানেল

 পাকিস্তানে তামিমের ম্যাচ শুরু হবে যখন ও দেখাবে যে যে চ্যানেল

স্পোর্টস ডেস্ক: ২০০৯ সালের ৩ মার্চ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর হামলার পর থেকে কোনও টেস্ট খেলিয়ে দেশই পাকিস্তানে খেলতে যায়নি।  তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য মুখিয়ে ছিল।  অবশেষে অপেক্ষার অবসান ঘটবে আজ রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।  আর  সেই সাথে চেষ্টার সুফল পেতে যাচ্ছে পিসিবি।  বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে দল গঠন করে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের শেষ ধাপে পৌঁছেছে পিসিবি।

চলুন দেখে নেওয়া যাক আজকের বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তান দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কখন, কোথায় এবং কোন চ্যানেলে দেখা যাবে। আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।  বাংলাদেশের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

এছাড়া টেন স্পোর্টস, পিটিভি স্পোর্টস (পাকিস্তান), ইয়ুপ টিভি (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা), ডি স্পোর্টস (ভারত), প্রাইম টিভি (যুক্তরাজ্য), উইল টিভি (যুক্তরাষ্ট্র), ডায়লগ (শ্রীলঙ্কা), সুপার স্পোর্টস (আফ্রিকা), ক্রিকেট গেটওয়ে (অনলাইন লাইভ স্ট্রিমিং), রেডিও পাকিস্তান-১০৬.২ এফএম (রেডিও)।

বিশ্ব একাদশের হয়ে খেলতে ইতোমধ্যেই পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।  বিশ্ব একাদশের হয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলতে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তান গিয়েছেন তামিম ইকবাল।  বিশ্ব একাদশের অপর ক্রিকেটাররা হলেন- ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, ড্যারেন স্যামি, পল কলিংউড, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট ইলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।
১০ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে