মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৯:০৭

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গেলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: মানবতার মহাবির্পয় ঘটেছে মিয়ানমারে। মুসলিম রোহিঙ্গা মুসলমানদের স্বমুলে নিশ্চিন্ন করতে গণহত্যা চালায় মিয়ানমার সামরিক জান্তা।  পশুরমত নিরিহ মানুষগুলোকে মেরে ফেলছে নির্বিচারে।  অপরাধ এরা মুসলমান।

মিয়ানমারের গণহত্যা, ধর্ষণ, আগুনে পুড়িয়ে মারছে মুসলমান নারীপুরুষ শিশুসহ সবাইকে।  এ অবস্থা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া সেদেশের রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল সোয়া নয়টার সময় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৯০৯ ফ্লাইট।

কক্সবাজার বিমান বন্দরে অবতরণের পর সেখান থেকে সড়ক পথে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

সেখানে মিয়ানমার সরকারের গণহত্যা থেকে রক্ষা পেতে  বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করবেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর সাথে সফরে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।
১২ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে