মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০৬:০৬

পিয়ংইয়ংয়ে তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে লালমনিরহাটের কৃষকের কন্যা সান্তনা

পিয়ংইয়ংয়ে তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে লালমনিরহাটের কৃষকের কন্যা সান্তনা

স্পোর্টস ডেস্ক: আসছে ১৫ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বসছে ২০তম তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আসরটিতে আমন্ত্রণ পেয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃষক পরিবারের মার্শাল আর্ট কন্যা সান্তনা রানী রায়। সব কিছু ঠিক থাকলে বুধবার (১৪ সেপ্টেম্বর)  ঢাকা থেকে পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি।

দরিদ্র কৃষক পরিবারের মেয়ে সান্তনা রানী রায় তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার বড়। রাজশাহী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করে এলএলবি শেষ করছেন।  সান্তনা রানী রায় বলেন, ‘২০তম তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সুযোগ পেয়ে অথের্র অভাবে হতাশ হয়ে পড়ি। যেতে পারবো কিনা পিয়ংইয়ংয়ে।  পরে সবার সহযোগিতায় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশগ্রহণ ফি ও পোশাক-পরিচ্ছদের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ হয়েছে। এখন আমার অংশগ্রহণের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি পিয়ংইয়ংয়ে বাংলাদেশের একজন তায়কোয়ান্দো প্রতিযোগী হিসেবে খেলতে যাচ্ছে যেন বাংলাদেশের সম্মান রাখতে পারি। সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।

এ বিষয়ে তুষভান্ডার মহিলা কলেজের প্রভাষক আব্দুল লতিফ বলেন, সবার সহযোগিতায় সান্তনা রানী রায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ২০তম তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার ঢাকা ত্যাগ করবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে নেপালের কাঠমান্ডুতে সপ্তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে প্রথম হন সান্তনা রানী রায়। ২০১৫ সালে ঢাকায় সপ্তম জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি সেরা খেলোয়াড় হন।
১২ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে