মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৭:৩২

ভারত সফরে যে কারণে চরম বিব্রত টিম অস্ট্রেলিয়া

ভারত সফরে যে কারণে চরম বিব্রত টিম অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচ সিরিজ শেষ করে এখন অস্ট্রেলিয়া দল ভারতে অবস্থান করছে।  প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।  এর পর দ্বিতীয় ম্যাচে সমতায় আসে।   বাংলাদেশের মত ভারতের মাটিতে সিরিজ যে তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে সেটা জেমস ফকনার স্বীকার করেছেন ।

ভারতের মাটিতে পা দিয়েই সামান্য হলেও সমস্যার মুখে অস্ট্রেলিয়া।  অনুশীলন ম্যাচের আগেই জানা যায় ওপেনার অ্যারন ফিঞ্চের পায়ের পুরনো চোট ফের ভোগাচ্ছে।  যার ফলে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া।  মঙ্গলবার, সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ফিঞ্চকে বাইরে রেখেই মাঠে নেমেছে তারা।

এখানেই শেষ নয়।  অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার হিল্টন কার্টরাইটও চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত ছিলেন।  মঙ্গলবার সকালে তার অবস্থা দেখে দলে নেয়া হয়।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইটকে ফকনার বলেন, ‘এখানে চ্যালেঞ্জটা খুব কঠিন। আমি প্র্যাকটিস শেষ করে এলাম, কিন্তু এখনও ঘামছি।  তা যাই হোক সিরিজটা সবার জন্যই চ্যালেঞ্জিং হবে। ’

বা ভারত সফরে আগে সিরিজটা ভাল খেললেও এবার চোট-আঘাত নিয়ে যথেষ্ট বিব্রত অস্ট্রেলিয়া।  চোটের জন্য সিরিজে নেই পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসনরা।  ফি়ঞ্চও একশো ভাগ সুস্থ নন। এই অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া ফকনারকে আবার ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া।

ভারতের বিরুদ্ধে এই সিরিজে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার বেশ চাপের মুখে পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। চোটের কারণে নেই কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিনও।  ফলে চার এবং পাঁচ নম্বরে দায়িত্ব সামলাতে হবে ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েলকে।
১২ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে