মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৬:১০

বিপিএল-জাতীয় দলের ম্যাচ দূরে থাক, লিগেও বিসিবির তালিকায় নেই বরিশাল

বিপিএল-জাতীয় দলের ম্যাচ দূরে থাক, লিগেও বিসিবির তালিকায় নেই বরিশাল

স্পোর্টস ডেস্ক: আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদার আসর জাতীয় ক্রিকেট লিগ। আগামী ১৫ সেপ্টেম্বর পর্দা উঠবে জাতীয় লিগের ১৯তম আসরের। টানা সপ্তমবারের মতো জাতীয় লিগের স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। বেশ কিছু পরিবর্তন এসেছে জাতীয় লিগের এবারের আসরে।

জাতীয় লিগে ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পেতেন ক্রিকেটাররা। এবারের আসরে সেটা বেড়ে হয়েছে ৩৫ হাজার টাকা। ভ্রমণ ভাতা দুই হাজার টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দৈনন্দিন ভাতা হিসেবে ক্রিকেটাররা পাবেন ১৫০০টাকা। যা আগে ছিল এক হাজার টাকা।

গেল মৌসুমের মতো এবারও আট দল অংশ নেবে টুর্নামেন্টে। খুলনা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, বিকেএসপি ও ফতুল্লায় লিগের গেল মৌসুমের প্রথম ও দ্বিতীয় টায়ারের ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও এবার ভেন্যু কমিয়ে আনা হয়েছে পাঁচটিতে।  ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চটগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। দেখা গেলো ভেন্যু হিসেবে বিপিএল-জাতীয় দলের ম্যাচ দূরে থাক, লিগেও বিসিবির তালিকায় নেই বরিশাল।

ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'এবার ঢাকার কোন ভেন্যুতে খেলা হচ্ছে না। ঢাকার বাইরের ভেন্যুগুলোতে দুই টায়ারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলোর মধ্যে রয়েছে সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী।'
১২ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে