বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২২:০৫

নেইমার জাদুতে সেল্টিককে ৫-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

নেইমার জাদুতে সেল্টিককে ৫-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে সম্প্রতি পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা নেইমার।  পিএসজিতে আসার পর থেকেই জয় জয়কার। নেইমার সতির্থ এদিনসন কাভানি আর কিলিয়ান এমবাপে স্কটল্যান্ডের সেল্টিককে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে পিএসজি।

মঙ্গলবার রাতে সেল্টিক পার্কে ‘বি’ গ্রুপের ম্যাচের পঞ্চম মিনিটে ডান দিক থেকে দানি আলভেসের নিচু ক্রসে এদিনসন কাভানি পা লাগাতে পারলে শুরুতেই এগিয়ে যেতো পিএসজি।

তবে শুরু থেকেই বলের দখল রাখা ফরাসি দলটির বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।  ১৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ গোলে পিএসজিকে এগিয়ে দেন নেইমার।  আদ্রিওঁ রাবিওর বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষক ক্রেইগ গর্ডনের মাথার উপর দিয়ে বল পাঠান জালে।

২২তম মিনিটে লি গ্রিফিথসের জোরালো ফ্রি-কিক ফিরিয়ে স্বাগতিকদের সমতা ফেরাতে দেননি পিএসজি গোলরক্ষক আলফুঁস আরিওলা।

পিএসজির এই মৌসুমে নেওয়া আরেক খেলোয়াড় কিলিয়ান এমবাপের গোলে ব্যবধান বাড়ে।  উঁচু ক্রসে ডি-বক্সের ডান দিক থেকে হেড করে নেইমার বল দিয়েছিলেন ডি-বক্সের মাঝে দাঁড়ানো কাভানিকে।  উরুগুয়ের এই স্ট্রাইকার ঠিকমতো শট নিতে না পারলে বল পেয়ে যান তার ডানে থাকা এমবাপে।  পাঁচ গজ দূর থেকে কোনো ভুল করেননি ফ্রান্সের এই ফরোয়ার্ড।

৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আক্রমণভাগের বাকি সদস্য কাভানি।  ক্রোয়েশিয়া ডিভেন্ডার ইয়োগো সিমুনোভিচ ডি-বক্সে তাকে ফাউল করলে স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

বিরতির পরও প্রতিরোধ গড়তে পারেনি সেল্টিক।  ৮৩তম মিনিটে মিকায়েল লুস্তিগের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

দুই মিনিট পর লেইভিন কুরজাওয়ার ক্রসে ডাইভ দিয়ে দারুণ হেডে দলের পঞ্চম গোলটি করেন কাভানি।  চ্যাম্পিয়ন্স লিগে শেষ দশ ম্যাচে তার গোল হলো ১০টি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।  গ্রুপের অন্য ম্যাচে ইতালির রোমার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে স্পেনের আতলেতিকো মাদ্রিদ।
১৩ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে