বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৮:২১

কবে অবসরে যাবেন পাক অধিনায়ক মিসবাহ ?

কবে অবসরে যাবেন পাক অধিনায়ক মিসবাহ ?

স্পোর্টস ডেস্ক: কবে অবসরে যাবেন পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক ? সাম্প্রতিক এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। কিছুদিন আগে তিনি বলেছিলেন ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের পর টেস্ট ক্রিকেটকেও বিদায় বলবেন। কিন্তু ইন্দো-পাক সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই- পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

অবসর নিয়ে মিসবাহ বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলে ঠিক করবেন কবে অবসর নেওয়া যায়। তবে এখনো খেলাটা ভালোভাবে উপভোগ করতেছি।

আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে আরব আমিরাতে তিনটি টেস্ট, ৪টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। ইংল্যান্ডে বিপক্ষে সেখানে তিন ম্যাচ টেস্ট সিরিজের নেতৃত্ব দিবেন তিনি।  
 
৪১ বছর বয়স হয়েছে মিসবাহর। পাকিস্তানের হয়ে তিনি ৫৮টি টেস্ট ও ১৬২টি ওয়ানডে খেলেছেন। ২০১০ সাল থেকে দুই ফরম্যাটের ক্রিকেটেই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এখন ওয়ানডে খেলেন না। শুধু টেস্ট খেলছেন। বর্তমানে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক তিনি।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে