বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩১:৫২

টপ অর্ডারদের ব্যর্থতায় বিজয়ের হাসি হাসতে পারেনি বাংলাদেশ

 টপ অর্ডারদের ব্যর্থতায় বিজয়ের হাসি হাসতে পারেনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টপ অর্ডারদের ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ৯৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সফরের প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে ৩২২ রানের বিশাল পাহাড় গড়েন ভারতীয় ‘এ’ দল।

এর আগে সকালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দলের শুরুটাও দারুণ হয়েছিল। ১২৫ রানে ৫ টপ অর্ডার ব্যাটসম্যানকে বিদায় করেছিলেন তাসকিন-শফিউল-নাসিররা। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের ভারতীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরমেন্সে ঘুরে দাঁড়িয়ে গড়েছিল রানের পাহাড়।

ভারতের হয়ে ওপেনিং করেছিলেন আগারওয়াল ও উন্মুখ চাঁন্দ। কিন্তু পঞ্চম ওভারেই তাসকিনে বলে আউট হয়ে সাজ ঘরে ফিরেন চাঁন্দু। এরপর এক এক করে মনিষ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, আগারওয়ালও ফিরে গিয়েছেন সাজঘরে।

কিন্তু সপ্তম উইকেটে স্যামসন-গুরকিরাত সিং ১০২ রানের জুটি বিশাল স্কোরের পথে চলে যায় ভারত ‘এ’ দল। এর পর পুনরায় ৭ম উইকেটে স্যামসন-ধাওয়ানের ৭৮ রান পার্টনারশিপে বিশাল স্কোরে ঘরে পৌঁছায় ভারত।

এ ছাড়া গুরকিরাত সিংহ (৬৫), ধাওয়ান (৫৬) এবং আগাওয়ালের (৫৬) ৩টি হাফসেঞ্চুরি তাদের পুজিকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে শফিউল ইসলাম ও নাসির হোসেন। এছাড়া তাসকিন আহমেদ ও আরাফাত সানি নিয়েছেন ১টি করে উইকেট।

ভারতের দেয়া ৩২৩ রানের পাহাড়কে সামনে রেখে ব্যাটিংয়ে নামে মুমিনুল বাহিনী। কিন্তু নেমেই দলে ভাঙ্গনের সূর । দলীয় ৮৭ রান তুলতে না তুলতে শ্রীশান্ত অরবিন্দ ও ঋশি ধাওয়ানের তোপের মুখে সৌম্য সরকার, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মুমিনুল হক এবং সাব্বির রহমানকে হারিয়ে বসে বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেছেন লিটন দাস ও সহ-অধিনায়ক নাসির হোসেন। কিন্তু শেষ প্রাচীর আর বেশিক্ষন টেকেনি। অবশেষে বিজয়ের হাসি হাসে ভারত দল।

ভারত এ : ৩২২/৭, ৫০ ওভার (স্যামসন ৭৩, গুরুকৃত সিংহ ৬৫, রিশি ধাওয়ান ৫৬, আগাওয়াল ৫৬; তাসকিন ১/৪৬, শফিউল ২/৬০, নাসির ২/৫২, আরাফাত ১/৫৭)।

বাংলাদেশ এ : ২২৬/১০,৪২.৩ ওভার (লিটন ৭৫, নাসির ৫২; গুরকিরাত ৫/২৯, অরবিন্দ ৩/২৯)

ফল : ভারত ৯৬ রানে জয়ী।

১৬ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে