স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ হ্যাটট্রিকের সুবাধে শাখতার দোনেস্তাকের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। একই সাথে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে টপকে ইউরোপের সর্বোচ্চ আসরে শীর্ষ গোলদাতার তালিকায় নিজেকে শীর্ষে নিয়ে গেছেন তিনি।
লা লিগায় এস্পানেয়লের বিপক্ষে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এর পর চারদিনের মাথায় দ্বিতীয় হ্যাটট্রিকের গৌরভ অর্জন করেন তিনি। শাখতার দোনেস্তাকের বিপক্ষে একটি গোল করেন করিম বেনজেমার। আর দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিপক্ষে একাই তিন গোল করেন রোনালদো। এর মধ্যে পেনাল্টি থেকে পরপর দুটি গোল করার পরে হাটট্রিক পূর্ণ করেন। মেসির থেকে তিন গোল এগিয়ে ৮০ গোল নিয়ে এখন শীর্ষ গোলদাতার তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন এই রিয়াল মাদ্রিদের এ তারকা খেলোয়াড়।
খেলা শেষে রোনালদো বলেছেন, ‘আমি দারুণ খুশী। যে ধরনের আত্মবিশ্বাস সতীর্থরা আমাকে দিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে প্রাক মৌসুম ততটা গুরুত্বপূর্ণ নয়। এর থেকে লা লিগা এবং চ্যাম্পিয়নস লীগে ভালোভাবে শুরু করাটা জরুরি। ড্র দিয়ে লা লিগা শুরু করেছিল রিয়াল, কিন্তু তারপর থেকে সবকিছুই ভাল যাচ্ছে। বিশেষ করে ধারাবাহিকতাটা বজায় আছে।’
রোনালদোর এ টানা দ্বিতীয় হাটট্রিকের সুবাধে তিনি খুব সহজে মেসিকেও টপকাতে পারলেন।
১৬ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু