স্পোর্টস ডেস্ক; শ্রীলঙ্কার ক্রিকেট দলের নতুন কোচ হবেন মাশরাফি-সাকিবদের সাবেক কোচ শেন জার্গেনসেন।এমনটি জানিয়েছে শ্রীলঙ্কার আইল্যান্ড নামের একটি পত্রিকা। ভারত সিরিজ শেষে মারভান আতাপাত্তুরের পদত্যাগ করার পর থেকে নতুন কোচ খুঁজছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আতাপাত্তুর পদত্যাগের পর গুজব উঠে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিবেন বাংলাদেশের বর্তমান কোচ চান্দিকা হাতুরুসিংহে। তবে, সেটার সত্যতা না পাওয়া গেলেও বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন হয়ে যেতে পারেন লঙ্কানদের নতুন শিক্ষক।
বর্তমানে শ্রীলঙ্কায় আছেন জার্গেনসেন। সেখানে শ্রীলঙ্কা ক্রিকেট তাকে বোর্ডের সামনে একটা সাক্ষাৎকার দেয়ার সুযোগ দিয়েছে।
শ্রীলঙ্কার আইল্যান্ড পত্রিকাকে জার্গেনসেন বলেন, একটি স্পন্সর প্রতিষ্ঠান কর্তৃক ফিজির খেলোয়াড়দের জন্য ক্রয় করা ক্রিকেট সামগ্রী একটু দেখে নিতে মঙ্গলবার আমি শ্রীলংকা পৌঁছেছি। সেই সুযোগে তাকে বোর্ডের সামনে একটা সাক্ষাৎকার দেয়ার সুযোগ দেয়া হচ্ছে।
তিনি আরও বললেন, শ্রীলঙ্কার মত একটি টেস্ট খেলুড়ে দলের কোচ হওয়ার আগ্রহ আমার আছে। আমি ব্যাকগ্রাউন্ডে থাকতে এবং খেলোয়াড়দের দায়িত্ব নিতে পছন্দ করি। আমি যে কোন দলের জন্য সুন্দর পরিকল্পনা প্রণয়ন এবং আরো বেশি সক্ষমতা অর্জন করতে পারি। সূত্র: আইল্যান্ড (শ্রীলঙ্কা)
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস