স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরের চুড়ান্ত দল ঘোষণার নিয়ে তো আর কম জল ঘোলা হয়নি। যাক, শেষ পর্যন্ত ছয়টি দল নিয়ে চুড়ান্ত স্বীদ্ধান্তে পৌঁছেছে বোর্ড। সেই সাথে দূর হলো আসরটির সম্প্রচারস্বত্ব নিয়ে জল্পনা-কল্পনারও।
এবার বিপিএলের তৃতীয় আসরে সম্প্রচারস্বত্ব পেলো চ্যানেল নাইন। একই সাথে জানা গেল আগামী ছয় বছর বিপিএলের সমস্ত খেলা দেখাবে চ্যানেল নাইন। এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
এ প্রসঙ্গে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবার বিপিএলের আসরটি পুরোটা সম্প্রচার করবে চ্যানেল নাইন। একই সাথে তারা আগামী ছয় বছর বিপিএলের খেলা দেখাবে বলেও স্বীদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরো জানান,‘চ্যানেল নাইনের সাথে গেম অনের যে চুক্তি ছিল সে টাকা তারা পরিশোধ করেছে।’
এছাড়াও বিপিএল টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিআরবি কেবলস
১৬ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু