স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ২৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসর। ইতোমধ্যে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে জন্য ছয়টি দল চূড়ান্ত হয়েছে। বিপিএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছিলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা স্টেডিয়ামে। প্রথম আসর হয়েছিল শুধু ঢাকা ও চট্টগ্রামে। এবার বিসিবির পরিকল্পনা ভিন্ন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এবারের বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ভেন্যুর তালিকায় যোগ হতে পারে সিলেট স্টেডিয়াম।
বিসিবির কর্তাদেরও ইচ্ছে বিপিএলের তৃতীয় আসরের বেশ কয়েকটি ম্যাচ সিলেটে হোক। সিলেটবাসী দীর্ঘদিন থেকেই বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট তাদের মাটিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে। জানা গেছে, কক্সবাজার স্টেডিয়াম নিয়ে বিসিবির নিজস্ব পরিকল্পনায় রয়েছে। তাই সিলেটের সঙ্গে কক্সবাজার ভেন্যুও যোগ হতে পারে।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস