স্পোর্টস ডেস্ক: অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপি! নাম বললেই মনে চলে আসে রুবেল হাসানের নাম। বাংলাদেশের তারকা পেসারের সৌজন্যেই তিনি শিরোনামে উঠে এসেছিলেন। ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতন অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন সুন্দরী এই মডেল।
তারপর অবশ্য ধর্মের পদ বেছে নিয়েছেন হ্যাপী। হ্যাপিও প্রচারের আলো থেকে অন্তরালে চলে গিয়েচিলেন। লাইমলাইট পরিত্যাগ করে ধর্মের পথ বেছে নেন তিনি। এমনকী, নিজের নামও পরিবর্তন করে ফেলেন তিনি। তাঁর নতুন ধর্মীয় নাম ‘আমাতুল্লাহ’।
তবে সেই হ্যাপি ফের আলোচনায়। চলতি সপ্তাহের বৃহস্পতিবার তিনি নিজের ফেসবুক স্টেটাসে জানিয়ে দেন, তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে। হ্যাপি তাঁর স্ট্যাটাসে লেখেন— ‘আমার ডিভোর্স হয়েছে গত মাসে। আমি প্রচণ্ড শক খেয়েছিলাম তখন। যার ফলে আমি প্রায় দুই মাসের মতো স্মৃতি হারিয়ে ফেলি। আমার ডিভোর্সের কথাও আমি ভুলে গিয়েছিলাম। আজকে রাতেই মনে করিয়ে দেওয়া হল। যাইহোক, জানলাম। সবকিছু নতুন করে আবার সাজাব ইনশাআল্লাহ! আমার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন সবর করার তৌফিক দান করেন। তায়াক্কালতু আলাল্লাহ।’
তবে সকলকে অবাক করে কিছুক্ষণ পরেই হ্যাপি নিজের স্টেটাস মুছে ফেলেন। তারপর তিনি ফের আর একটি স্টেটাসে জানিয়ে দেন, তাঁর স্টেটাসটি হ্যাকড হয়েছিল। তবে কে বা কারা হ্যাক করেছিল সে বিষয়ে কিছু জানাননি বিতর্কিত এই মডেল অভিনেত্রী।
বাংলাদেশি বেশ কিছু সংবাদমাধ্যম এরপর হ্যাপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর ঢাকার রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় বিয়ে হয় হ্যাপির। তাঁর স্বামী একটি কওমি মাদ্রাসার শিক্ষক।
প্রথম দিকে তাঁর ফলোয়াররা অনেকেই তাঁর স্টেটাসটি বিশ্বাস করতে পারছিলেন না। তবে তিনিই বেশ কয়েকবার ফলোয়ারদের কমেন্টের নীচে লিখে দেন,‘যেটা বলেছি, সেটা ভুয়া না।’ তাঁর ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ২ লাখ ৬৫ হাজারের বেশি। তাই মুহূর্তের মধ্যেই হ্যাপির স্টেটাস ভাইরাল হয়ে যায় বাংলাদেশে।
অনেকেই মনে করছেন হ্যাপির এই ‘ডিভোর্স’ স্টেটাস পুরোটাই গিমিক। রুবেল বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছেন। তাঁর প্রাক্তন মডেল-বান্ধবীর এমন প্রচেষ্টা নিয়ে তিনি কী বলছেন, তা অবশ্য জানা যায়নি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস