স্পোর্টস ডেস্ক : বিশ্বের সব তারকা ক্রিকেটারদের নিয়ে অভিনব উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রায় সব দেশের তারকারা শিগগিরই উড়ে যাবেন ইংল্যান্ডে।
পাকিস্তানের শহীদ আফ্রিদি থাকবেন এই দলের আইকন হিসাবে। ভারতের ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি, জয়াবর্ধনে এখানেই মাঠের লড়াইয়ে নামবেন।
ইংল্যান্ড সরকারের কূটনৈতিক চাল এখানে। ব্রিটিশ সশস্ত্র বাহিনীর আহত সদস্য এবং তাদের পরিবারের সাহায্যার্থে তহবিল সংগ্রহের জন্য বিশ্ব ক্রিকেটারদের মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
কোনো আপত্ত্বি ছাড়াই দেশটির সেনাবাহিনীর এই ডাকে সাড়া দিয়েছে বিশ্বতারকারা। ভারত ও পাকিস্তানের ক্রিকেট যেখানে বসছে না সেখানে এই আসরে একই দলের হয়ে খেলতে রাজি আফ্রিদি ও ধোনি।
ব্রিটিশ সরকারের নির্দেশে দেশটির সেনাবাহিনী এই আসর পরিচালনা করবে। দুটি দলে বিভক্ত হয়ে খেলবেন সময়ের সেরা ক্রিকেটাররা।
ধোনি, আফ্রিদি, শেবাগ, হার্শেল গিবসরা। ম্যাককালাম, ম্যাথু হেইডেন, মাহেলা জয়াবর্ধনে, গ্রায়েম স্মিথ, স্কট স্টাইরিস এবং ড্যানিয়েল ভেট্টরির মতো ক্রিকেটার এখানে খেলবেন।
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজি২৪/হাবিব/এইচআর