স্পোর্টস ডেস্ক : ফের সীমান্ত পার সন্ত্রাস৷ পাকিস্তানের সাথে ভারতের সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন৷ যার জেরে ডিসেম্বরে ভারত-পাক ক্রিকেট সিরিজ বিশ-বাঁও জলে৷ তবু, ডিসেম্বরেই খেলতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে৷ তবে, ক্রিকেট নয় ফুটবল৷
২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত হতে চলেছে সাফ কাপ ফুটবল টুর্নামেন্ট৷ ভারতের গ্রুপেই রয়েছে পাকিস্তান৷ ২৩ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান৷ পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা৷
নয়াদিল্লিতে এদিনই ক্রীড়াসূচি ঘোষিত হয়৷ এআইএফএফ-এর সাধারণ সচিব কুশল দাস জানিয়েছেন, ২০১১-তে পাকিস্তানের সঙ্গে আমরা খেলেছি৷ গত বছর বেঙ্গালুরুতেও ভারত-পাকিস্তান ফুটবল ম্যাচ হয়েছে৷ এবছরও ক্রীড়াসূচিতে ভারত-পাক ম্যাচ রয়েছে৷ তবে, এ-ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ অনুমোদন পেতে কোনও অসুবিধা হবে বলে মনে হয় না৷
সাফ ফুটবল টুর্নামেন্টের সাফল্যের ব্যাপারে আশাবাদী এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলও৷ ডিসেম্বরের ভারত-পাক ফুটবল ম্যাচ নিয়ে উত্সাহী ভারতীয় ফুটবল মহলও।-আনন্দবাজার
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর