রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০৫:১৩:৫২

কমেডি কুইন ভারতী সিংয়ের এই খবর আপনি জানেন কী?

কমেডি কুইন ভারতী সিংয়ের এই খবর আপনি জানেন কী?

বিনোদন ডেস্ক: টেলিভিশনে কমেডি কুইন বললে যাঁর নাম প্রথমেই মনে আসে তিনি ভারতী সিং। কমেডির জগতের অন্যতম নাম। তাঁর হিউমর এবং বাচনভঙ্গি দর্শকদের খুবই প্রিয়।

এবার এই কমেডি কুইন বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। প্রেমিক হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতী। তবে যেমন তেমন করে মোটেই বিয়ে করছেন না কমেডি কুইন। ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের তারিখ এবং স্থান জানিয়েছেন।

চলতি বছরে ডান্স রিয়েলিটি শো 'নাচ বালিয়ে'তে অংশগ্রহণের সময়েই একে অপরের প্রেমে পড়েন ভারতী এবং হর্ষ। ৩ ডিসেম্বর গোয়াতেই বিয়ে সারছেন তাঁরা। তাই দুজনেই বিয়ের তোরজোড়ে খুবই ব্যস্ত। সম্প্রতি তাঁরা অমৃতসরের স্বর্ণমন্দিরও দর্শন করে এসেছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন ভারতী। তাঁর এখন লক্ষ্য বিয়ের আগে আরও ওজন কমানোর।
এমটিনিউ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে