সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ১০:৩৬:২৪

ব্রিসবন টেস্টে বিজয়ের হাসি হেসেছে যারা

ব্রিসবন টেস্টে বিজয়ের হাসি হেসেছে যারা

স্পোর্টস ডেস্ক: ব্রিসবেন টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৫০৪ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৪২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা (রবিবার) শেষ করেছিল অতিথিরা। ফলে সোমবার জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ৩৬২ রান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭ উইকেট। শেষ অব্দি এই লড়াইয়ে বিজয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়ানরাই। নিউজিল্যান্ডকে ২০৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্টিভেন স্মিথের দল। ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ব্রিসবন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে সকালে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেসারদের তোপ সামলাতে হয়েছে ব্র্যান্ডন ম্যাককুলামের ব্যাটসম্যানদের। তা সামলাতে গিয়ে রস টেলর ও জেমস নিসামের উইকেট হারাতে হয়েছে তাদের। এরপর ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন স্বাগতিকদের অফস্পিনার নাথান লায়ন। তিনি আউট করেছেন ওয়াটলিংকে। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ৬ উইকেট হারিয়ে ২৪২ রান। দলীয় ২৪৩ রানে বিদায় নিয়েছেন অধিনায়ক ও এই ইনিংসের সর্বো”চ সংগ্রাহক (৮০ রান) ব্র্যান্ডন ম্যাককুলাম। এরপর দলীয় একই রানে বিদায় নিয়েছেন ডগ ব্রাসওয়েল। নিউজিল্যান্ডের পরাজয় তখন কেবলই সময়ের বিষয়। অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড অতিথিদের টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে সাজঘরে পাঠিয়ে তাই নিশ্চিত করেছেন। ৮৮.৩ ওভার ব্যাটিং করে ২৯৫ রানে অলআউট হয়েছে সফরকারীরা। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ২০৮ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন নাথান লায়ন। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও মিচেল মার্শ। ম্যাচসেরা পুরস্কার জিতেছেন দুই ইনিংসেই সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯নভেম্বর,২০১৫/িএমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে