মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ১২:৩৩:০০

ফের বিপদ, মাঠে নামতে পারবেন না নারাইন!

ফের বিপদ, মাঠে নামতে পারবেন না নারাইন!

স্পোর্টস ডেস্ক : ফের সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ উঠলো ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারাইনের বিরুদ্ধে। গত শনিবার পাল্লেকেলেতে তৃতীয় একদিনের ম‍্যাচ চলাকালীন তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। সোমবার আইসিসি–র তরফে জানানো হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে তাকে বোলিং অ্যাকশন শোধরানোর জন‍্য পরীক্ষা দিতে হবে। এই প্রথমবার কোনও আন্তর্জাতিক ম‍্যাচে সন্দেহজনক বোলিংয়ের দায়ে ধরা পড়লেন নারাইন। এর আগে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ চলাকালীন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের রিপোর্ট জমা পড়ে। ফলে ফাইনাল ম‍্যাচ খেলা হয়নি তার। বোলিং অ্যাকশন শোধরাতে না পেরে ক্রিকেট বিশ্বকাপ থেকেও নিজের নাম তুলে নিতে বাধ্য হন এই ক্যারিবিয়ান তারকা। তবে আইসিসি থেকে ছাড়পত্র পাওয়ার পর চলতি বছর আইপিএল খেলেন নারাইন। কিন্তু ফের অ‍্যাকশনে গড়বড় ধরা পড়ল তার। আইসিসি জানিয়েছে, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কোনও প্রতিযোগিতায় নামতে পারবেন না নারাইন। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে