স্পোর্টস ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে নিজেদের জীবন রক্ষার্থে স্পেন-অস্ট্রিয়া, হাঙ্গেরিসহ ইউরোপের বিভিন্ন দেশে স্থানান্তর হচ্ছে দেশটির লাখো লাখো শরনার্থী। ঠিক তেমনই ওসামা আবদুল মোহসেন তার ৮ বছরের ছোট্ট শিশু যিয়াদকে নিয়ে সিরিয়া থেকে পাড়ি জমাচ্ছিলেন ইউরোপের উদ্দেশ্যে। কিন্তু তারা হাঙ্গেরি-বর্ডার সীমান্তে এসেই পড়ে বিপত্তিতে। পুলিশকে পাশ কাটিয়ে সীমান্ত পাড়ি দেয়ার সময় একজন হাঙ্গেরি মহিলা চিত্রগ্রাহকের দ্বারা লাঞ্চিত হোন তারা। ওই নারী চিত্র গ্রাহক তাকে দৌঁড়ানোর সময় ল্যাং মেরে ফেলে দেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ব জুড়ে ব্যপক আলোচিত হয়।
তবে সুখবর হলো সেই অভিবাসী বাবা সন্তানকে নিয়ে স্পেনে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন।
ইউরোপে আসার আগে ওসামা আবদুল মোহসেন সিরিয় একটি ফুটবল টিমের কোচ ছিলেন। এখন স্পেনের একটি স্পোর্টস স্কুলে শিক্ষক হিসাবে তিনি তার নতুন জীবন শুরু করবেন।
ওসামা স্প্যানিশ একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলছেন, ‘এখন আমার সন্তানের স্পেনে একটি চমৎকার ভবিষ্যৎ তৈরি হবে।’
পেটরা লাজ্জলো নামের ওই কর্মীকে বরখাস্ত করে তার নিয়োগদাতা প্রতিষ্ঠান। তিনি অবশ্য পরে তার আচরণের জন্য ক্ষমাও প্রার্থনা করেন।
ক্যানাফে ফুটবল স্কুলের পরিচালক মিগুয়েল অ্যাঞ্জেল গালান জানান, ‘এই পরিবারটি বাড়ি, খাবার, কাপড় এবং কোচের উপযোগী বেতন পাবেন।’
এ বছর ১৭ হাজার অভিবাসী গ্রহণে সম্মত হয়েছে স্পেন।
১৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু