স্পোর্টস ডেস্ক: মুমিনুলের নেতৃত্বে ১৫ সদস্যের অভিজ্ঞ টিম ভারত গেলেও টপ অর্ডার ও বোলিং দুর্বলতার কারণে ভারতের বিপক্ষে ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি একদিনের ম্যাচের প্রথমটিতেই করুণ এ হারের জন্য বাজে বোলিংকে দুষলেন বাংলাদেশ দলের কোচ হিথ স্ট্রিক।
দলের পক্ষে রুবেল-লিটন ও নাসির ছাড়া সবাই খারাপ খেলেছে। তাসকিন তো তার ৫ ওবার বোলিং করে দিয়েছেন ৪৬ রান।
তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হিথ অনেকটা মন খারাপ করে বলেন, ‘হারের কারণ হতে পারে বল হাতে আমরা অনেক রান দিয়েছি। একই সঙ্গে অতিরিক্ত রানও দায়ী।’
তিনি জানান, উইকেট ছিলো ব্যাটিং সহায়ক। বললেন, ‘আমাদের পরিকল্পনা ছিলো ২০ ওভার আটকিয়ে রাখা। আমরা ওই সময়ে উইকেট পেয়েছি, কিন্তু বাউন্ডারি আটকাতে পারিনি।’ তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
১৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর রাজু