স্পোর্টস ডেস্ক: আসন্ন বিপিএলের তৃতীয় আসর নিয়ে বাংলাদেশ ক্রীড়াপ্রেমিদের মাঝে চলছে নানা জ্বলপনা-কল্পনা। এছাড়া আসরের চুড়ান্ত দল ঘোষণা নিয়েও কম জল ঘোলা করেনি বোর্ড। যাক, শেষ পর্যন্ত ছয়টি দল নিয়ে চুড়ান্ত স্বিদ্ধান্ত পৌঁছাতে সামর্থ্য হয় বোর্ড। আবার স্বিদ্ধান্তে পৌঁছেছে কোন চ্যানের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে সেটিও। একই সঙ্গে সমাধান হলো এবার কোন কোন স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে তারও।
ছয়টি দলের সরব উপস্থিতিতে আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের তৃতীয় আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল বোর্ড এবারের বিপিএলের তৃতীয় আসর আয়োজন করতে যাচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তবে ভেন্যুর তালিকায় যোগ হতে পারে সিলেট স্টেডিয়ামও।
বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় খেলা হয়েছিল। প্রথম আসর হয়েছিল শুধু ঢাকা ও চট্টগ্রামে। এবারো একই পরিকল্পনা করছে বিসিবি। তবে নতুন করে ভাবতে হচ্ছে সিলেট স্টেডিয়ামের কথা। কারণ তারা গত টি-টোয়ান্টি বিশ্বকাপের আগের সংস্কারের মাধ্যমে বদলে ফেলে পুরো ভ্যানু। বিসিবির কর্তাদেরও ইচ্ছে বিপিএলের তৃতীয় আসরের বেশ কয়েকটি ম্যাচ সিলেটে হোক।
এছাড়াও সিলেটের সঙ্গে কক্সবাজার ভেন্যুও যোগ হতে পারে। প্রমিলা বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবার পর কক্সবাজারে জিম্বাবুয়ে বিপক্ষে প্রস্তুতি ম্যাচসহ জাতীয় ক্রিকেট লিগের খেলাও হয়েছে। কক্সবাজার স্টেডিয়াম নিয়ে বিসিবির নিজস্ব পরিকল্পনায় রয়েছে বলে জানা গেছে।
১৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর রাজু