মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০৭:৪৭:৩১

এবার তরুণ টাইগারদের কাছে নাস্তানাবুদ জিম্বাবুয়ে

এবার তরুণ টাইগারদের কাছে নাস্তানাবুদ  জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: গতকাল মাশরাফিদের কাছে বিশাল রানে হেরেছিল জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। আর এবার তরুণ টাইগারদের কাছে নাস্তানাবুদ হয়েছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সফরকারী জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দল যুবাদের কাছে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ৫ উইকেট ও ১১৫ বল হাতে পেরিয়ে গেছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে সফলতা এনে দেন পেসার সাইফউদ্দিন। সাইফের বলে শূন্য রানে বিদায় নেন জিম্বাবুয়ের ওপেনার শন সিন্ডার। এরপর ৫৬ থেকে ৬৭, মাত্র ১১ রানের মধ্যে সফরকারীদের আরো ৩ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। এক পর্যায়ে ৩৬.১ ওভারে ৯৮ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। শেষ পর্যন্ত উইলিয়াম মাশিঙ্গের ৩৮ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রান করতে পারে তারা। নবম ব্যাটসম্যান হিসেবে সাইফের বলে বোল্ড হন মাশিঙ্গে। ওপেনার জেরেমি ইভেসের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪১ রান। ৯.১ ওভার বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন সালেহ আহমেদ। ১০ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন আরিফুল। আর সাইফ ২ উইকেট নেন ৩২ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলে বিপাকে পড়ে বাংলাদেশ দল। কিন্তু সেখান থেকে ওপেনার সাইফ হাসানের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে তুলেন অধিনায়ক মেহেদি। সাইফ ৮০ বলে ৫১ রান করে দলীয় ১০১ রানে আউট হয়ে যান। দলীয় ১৪০ রানে মেহেদি আউট হলেও বাকি কাজটা সহজেই সেরে ফেলেন শাফিউল হায়াত ও মোহাম্মদ সাইফুদ্দিন। ৩০ ওভার পাঁচ বলেই জিম্বাবুয়ের লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। মেহেদি দলীয় সর্বোচ্চ ৬৫ রান করেছেন। বাংলাদেশের পাঁচটি উইকেটই নিয়েছেন উইলিয়াম মাশিঙ্গে। ১০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে