মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০৮:৫৫:০০

‘সাকিবকে ছাড়া দল গড়া খুবই কঠিন’

 ‘সাকিবকে ছাড়া দল গড়া খুবই কঠিন’

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটে এক নাম্বারে থাকা সাকিব আল হাসান যে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আরেকবার বুঝিয়ে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব জাতীয় দলে নেই। আর সেই অভাববোধ থেকে মাশরাফি জানান,‘সাকিব আল হাসান না থাকায় একাদশ গড়া কঠিন হয়ে পড়েছে।’ সাকিবের অনুপস্থিতিতে দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে নিজেকে বেশ প্রমানও দিয়েছেন তিনি। যার সুবাধে সিরিজের প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় স্বাগতিকরা। সিরিজ জেতার পর মাশরাফি জানান, সাকিবের অনুপস্থিতিতে ভারসাম্যপূর্ণ দল গড়া খুব কঠিন। বলেন, “আমাদের জন্য সাকিব কত বড় ক্রিকেটার সবাই জানেন। সাকিব না থাকলে পুরো দলের ‘ব্যালান্স’ করা কঠিন হয়ে পড়ে। এক দিক থেকে যেভাবে ব্যাটিং করে আর বোলার হিসেবে তো অসাধারণ।” বোলিংয়ে রিয়াদ, সাব্বির ছিল বিকল্প থাকলেও আরেক কারণে সাকিবকে ছাড়া দল গঠন কঠিন। জানালেন বাংলাদেশের হয়ে বেশিরভাগ ম্যাচই সে খেলেছে। সুতরাং ধারণা করা কঠিন যে, সাকিবকে ছাড়া কি ‘ব্যালান্স’ নিয়ে নামব।” প্রসঙ্গগত, ১৪৫ রানের জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের জয়ে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করেছে এক ম্যাচ বাকি থাকতেই। ১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে