‘টাইগার তামিমের কাছে এটাই চাওয়া’
স্পোর্টস ডেস্ক: আক্রমণাত্বক ব্যাটিং আর দর্শনীয় শট নিজের ট্রেডমার্ক বানিয়ে নিয়েছেন তামিম ইকবাল। তার ব্যাটে রান থাকা মানেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেড়ে যাওয়া। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুই ম্যাচে টাইগাররা বেশ তৃপ্তির একটা জয় পেলেও ওডিআইর ম্যাচের একটা অপূর্ণতা থেকে গিয়েছে টাইগার ফ্যানদের। প্রথম ম্যাচে ভালো একটা শুরু করেও গতি ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। মাত্র ৪২ রান করে সাজঘরে ফিরেন বাংলাদেশের ওপেনিং এই ব্যাটসম্যান।
প্রথম ম্যাচে তামিম প্যাভিলিয়নে ফিরে গেলেও মোটেও ভেঙ্গে পড়েনি ভক্তরা। দ্বিতীয় ম্যাচে হয়তো ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেব এমনটাই আশায় দিনগুনে ছিলেন টাইগার ফ্যান। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ইমরুল কায়েসের সাথে ব্যাট করতে এসে শুরুটা খুব ভালো করতে পারেননি তারা। মাত্র ৩২ রানের জুটি গড়েন তামিম ও ইমরুল। সপ্তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৯ রান করে ফিরে যান তামিম। প্রিয় বন্ধু ও সতীর্থ সাকিব আল হাসান না থাকায়, দলের অন্যতম স্টার পারফর্মার হিসেবে চাপটা একটু বেশীই নিতে হবে তামিমকে। তাই তামিমের কাছে পুরো গ্যালারির এটাই চাওয়া। সিরিজের শেষে ম্যাচ যেন আক্রমনাত্মক ব্যাটিং আর চোখ ধাঁধানো শটের বড় একটা ইনিংস খেলে। পুরো দেশজুড়ে ফ্যানদের প্রার্থনাটাও থাকছে, তামিম যেন সিরিজের শেষ ম্যাচটা খেলেন তামিমের মত।
১০ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস