ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল যুদ্ধের আগেই দুশ্চিন্তায় মেসির সতীর্থরা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় আগামী শুক্রবার বুয়েনস আইরেসে ফুটবল লড়াইয়ে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু রণাঙ্গণে নামার আগেই নতুন দুঃচিন্তায় ভুগছে মেসির সর্তীথরা।
নতুন এই শঙ্কা ও দুঃচিন্তার নাম ইনজুরি। হাঁটুতে চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে না ও নামতে পারেন ফরোয়ার্ড কার্লোস তেভেস।
আর্জেন্টিনার ফুটবল সংস্থা সোমবার তেভেসের খেলা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি জানায়। শেষ পর্যন্ত তেভেস খেলতে না পারলে আক্রমণভাগ নিয়ে সমস্যায় পড়বেন কোচ জেরার্দো মার্তিনো।
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী এই ম্যাচে ইনজুরির কারণে আগে থেকেই নেই মেসি- আগুয়েরো। আর তাই আর্জেন্টিনার ফ্যানদের মনে এরই মধ্যে হতাশার কালো মেঘ ঘনিভূত হতে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দুই রাউন্ডে মাত্র এক পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। আর অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টি জেতা ব্রাজিলের সংগ্রহ ৩ পয়েন্ট।
১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর