মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০৯:৫৮:১৪

নয়া জটিলতায় আসন্ন বিপিএল

নয়া জটিলতায় আসন্ন বিপিএল

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে শুরু হয়ে গেল নয়া এক জটিলতা।বিপিএলের কেন্দ্রীয় চুক্তির ১৬ লঙ্কান ক্রিকেটারকে পাঠাছে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ক্রিকেট বিষয় ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফোকে এমনটি জানিয়েছিন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার কার্লটন বার্নাডাস। নভেম্বরের ২২ থেকে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিপিএলে বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটারদের না পাঠানোর ব্যাপারে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার কার্লটন বার্নাডাস ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, কেন্দ্রীয় চুক্তির আওতাধীন ক্রিকেটারদের অনুমতি(বিপিএল খেলার) দেওয়া হবে না। কারণ, নিউজিল্যান্ড সফরের জন্য নভেম্বরের ২৭ তারিখ রওনা হবে ক্রিকেটাররা। এছাড়া বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে যারা এই সফরে দলের সাথে যাচ্ছে না কিন্তু কেন্দ্রীয় চুক্তির আওতায় আছে, তাদের সকলকেই দেশে থেকে ২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া আসরে খেলতে হবে! এদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে কিছুটা বিপদে পড়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলের কেন্দ্রীয় চুক্তির ২৫ জন শ্রীলঙ্কান ক্রিকেটারের জন্য অনাপত্তিপত্র চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল তার মধ্যে ১৭ জন ক্রিকেটারই আছেন শ্রীলঙ্কা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তির আওতায়। যার মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লাহিরু থিরিমান্নে, রংপুর রাইডার্সের সচিত্র সেনানায়েকে, সিলেট সুপারস্টার্সের অজন্থা মেন্ডিস, চিটাগং ভাইকিংসের জীবন মেন্ডিস ও বরিশাল বুলসের সেকুগে প্রসন্নে। যদিও এই ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১০নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে