সুখস্মৃতি নিয়ে কাল মাঠে নামবে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী কাল নামবে পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।আবুধাবিতে সিরিজের প্রথম টেস্ট জয়ের দারুণ এক সুযোগ পেয়েছিলো ইংল্যান্ড। কিন্তু আলো স্বল্পতা ইংল্যান্ডের সেই জয় কেড়ে নেয়। ফলে ড্র নিয়েই শান্ত থাকতে ইংলিশদের। আর ম্যাচ ড্র করে মনে মনে আনন্দই পায় পাকিস্তান।
টেস্ট সিরিজ জয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান। তবে দু’দলের লক্ষ্য সিরিজে শুভ সূচনা করা। এদিকে টেস্ট সিরিজের পারফরমেন্স ওয়ানডেতে অব্যাহত রাখতে চাইছে পাক ক্রিকেটাররা। এমনটা জানালেন দলের ওয়ানডে অধিনায়ক আজহার আলী, দলের অনেকেই টেস্ট সিরিজ খেলেছে। আর যারা খেলেনি, তারাও দলের অংশ হিসেবেই ছিলো। তাই ইংল্যান্ড দল সর্ম্পকে ভালো ধারনা আমাদের হয়েছে। টেস্ট সিরিজের মত ওয়ানডেতেও ভালো পারফরমেন্স করতে চাই আমরা। সিরিজের শুরুটা ভালো করা দরকার।
পাকদের কাছে টেস্ট সিরিজের স্মৃতি ভুলে গিয়ে জয় দিয়ে সিরিজ করতে চান ইংল্যান্ড দলপতি ইয়োইন মরগান, টেস্ট সিরিজে কি হয়েছে, তা ভেবে সময় নষ্ট করার সুযোগ নেই। ওয়ানডে সিরিজ নিয়ে ভাবতে চাই। প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রস্তুত আমরা। সিরিজ জয়ের জন্য শুরুটা ভালো হওয়া দরকার। সেদিকেই বেশি মনোযোগী দিব আমরা।
১০নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�