মুস্তাফিজের সহজ স্বীকারোক্তি, সবসময় উইকেট পাওয়া কঠিন
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে হোম সিরিজে অভিষেক হয় বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর বালক মুস্তাফিজুর রহমানের। নেমেই বাজিমাত। ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ঘায়েল করে প্রথম ম্যাচেই তুলে নেন পাঁচ উইকেট।
তবে কিনা সেই মুস্তাফিজ বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে কোন উইকেটের দেখাই পাননি। কিন্তু প্রতিভাবান এই পেসারের জ্বলে উঠতে বেশি সময় লাগেনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন তিনটি উইকেট।
মঙ্গলবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ।
প্রথম ম্যাচে উইকেট না পাওয়া প্রসঙ্গে এ বাঁহাতি পেসার বলেন, ‘সবসময় ইচ্ছা থাকে ভালো করার। একটা প্লেয়ার প্রতিটি ম্যাচে উইকেট পাবে না। সব সময় উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যানরা না দিলে তো কিছু করার নেই।’
দেশের মাটিতে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ-যার তিনটিতে দলে ছিলেন মুস্তাফিজ। বাংলাদেশ দলের এমন ধারাবাহিক জয়ে তার অনুভূতি জানতে চাওয়া হলে। মুস্তাফিজ জানান, ‘ভালো লাগারই কথা। তিনটা সিরিজে ছিলাম। আমিও হ্যাপি আমার টিমমেটরাও হ্যাপি। শেষটাও যেন ভালো হয় সে চেষ্টা করবো। আমরা সবসময় জিততে চাই।’
১০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর