বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০২:২৯:১২

নির্বাসন কাটিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নেইমার

নির্বাসন কাটিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নেইমার

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় কলম্বিয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন। তার জেরে চার ম্যাচ নির্বাসনে যেতে হয়েছিল নেইমারকে। সেই নির্বাসন কাটিয়ে আবার সেলেকাওদের জার্সিতে মাঠে নামতে চলেছেন তারকা স্ট্রাইকার। এবং তা–ও আবার যে–সে বিপক্ষ নয়, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে। বিশ্বকাপের যোগ‍্যতা নির্ণায়ক ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে মুখোমুখি দুই দল। নেইমার ফিরছেন, এই খবরেই তেতে গেছে ব্রাজিল শিবির। আত্মবিশ্বাসও তুঙ্গে। প্রথম ম্যাচে চিলির কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল, ভেনেজুয়েলাকে হারিয়ে। সেলেকাও ডিফেন্ডার ডেভিড লুইজ বলেছেন, ‘নেইমারকে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওর উপস্থিতি পার্থক‍্য গড়ে দেয়। ও ফেরায় আমাদের আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বাড়বে, মাঠের ভেতর, এমনকী মাঠের বাইরেও।’ বুয়েনস এয়ার্সে ঘরের মাঠে এই মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনা পাবে না দলের মূল স্তম্ভ লিওনেল মেসিকে। ফলে বার্সার সোনার জুটি মেসি–নেইমার দ্বৈরথ দেখার থেকে বঞ্চিত থাকতে হবে ফুটবলপ্রেমীদের। মেসি না থাকায় আপনাদের কাজটা কি সহজ হয়ে গেল? না, ব্যাপারটাকে মোটেই এভাবে দেখতে চাইছে‍ন না প্যারিস সাঁ.জা ডিফেন্ডার। পরিষ্কারই জানিয়েছেন, মেসি–হীন আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়া ঠিক ‍না। বলেছেন, ‘এই ম্যাচ হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা চাই, আগের ম্যাচে জিতে যে মোমেন্টাম পাওয়া গেছে, তা ধরে রাখতে।’ ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে