আইপিএলে দল কিনছেন ধোনি!
স্পোর্টস ডেস্ক : আইপিএলের পরবর্তি আসর ২০১৭ সালে। পুরোনো দলগুলির সঙ্গেই সামিল হতে চলেছে নতুন ২টি দল। এরকমই একটি দলের হয়ে চিন্তিত দেখাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। তবে মাঠে বা ডাগ আউটে নয়, গ্যালারিতে বসে। সমর্থক নয়, মালিক হিসেবে।
কল্পনা নয়, বাস্তবে এই চিত্র দেখা যেতেই পারে। এমনটা খবর ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে এবার আইপিএল-এর টিম কেনার আগ্রহ দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবং ঘরের শহর রাঁচিকেই প্রাথমিকভাবে পছন্দ বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, সম্প্রতি আইপিএল-এ দল কেনার আগ্রহ দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও সঞ্জীব গোয়েঙ্কা। ধোনি বোর্ডকর্তাদের জানিয়েছেন, রাঁচির বেশ কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে টিম কিনতে আগ্রহী তিনি। ক্রিকেট দুনিয়ায় গুঞ্জন, ধোনিকে সঙ্গে নিয়ে টিম কিনতে আগ্রহী ভারতের মিত্তল গোষ্ঠী থেকে ভিডিওকনের মতো সংস্থারা।
এদিকে, বর্তমানে আইএসএল-এ অ্যাটলেটিকো ডি কলকাতার অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও ক্রিকেটে দল কিনতে আগ্রহী বলে খবর। এবং এ বিষয়ে তাকে নাকি উৎসাহ দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। RPG গ্রুপের কর্তা গোয়েঙ্কা কানপুর, এলাহাবাদ, ইন্দোরের মধ্যে কোনও একটি শহরের ফ্রাঞ্চাইজ়ি হতে আগ্রহী।
দু’পক্ষই ভারতীয় বোর্ডকর্তাদের জানিয়েছে, টিম কেনার জন্য প্রয়োজনীয় ৪০ কোটি টাকা তাদের রয়েছে। এবার দেখার কার ভাগ্যে কোন দল পড়ে।
১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস
�