স্পোর্টস ডেস্ক: নতুন মৌসুমে প্রথম ম্যাচে বুধবার রাতে এস এ রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর সেই সাথে জানান দেন, এখনো অনেক ফুটবল জাদুকরি দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
১-১ এ ড্র হওয়া ম্যাচটিতে মেসির অবদান একেবারি নাই বললেই চলে। দলের হয়ে যে একটি গোল এসেছে তা লুইস সোয়াজের পা থেকে।
রোমার বিপক্ষে ম্যাচ শেষে মেসি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘বিশ্বের সেরা দলগুলোর প্রতিযোগিতায় ১০০টি ম্যাচ খেলতে পেরে আমি দারুণ খুশি। ইউরোপিয়ান ফুটবলের অনেক রাত আমার স্মৃতিতে রয়েছে এবং সামনে আরও কিছু জাদুকরি ইউরোপিয়ান রাত আসবে।’
এই ফলাফলে স্বাভাবিক কারণেই হতাশ মেসি এবং বার্সা সমর্থকরা। কিন্তু এ নিয়ে সকলকে হতাশ না হতে বললেন চারবারের ব্যালন ডি’ অর জেতা লিওনেল মেসি। বলেন,‘ সমর্থকদের বলছি, প্লিজ হাতাশ হবেন না। সামনে অনেক ম্যাচ। তাই অনেক জাদুকরী রাতও অপেক্ষা করছে। বিশ্বের সেরা ক্লাব প্রতিযোগিতায় ১০০ ম্যাচ খেলা সৌভাগ্যের ব্যাপার। আমি আনন্দিত।’
উল্লেখ্য,চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১০০ ম্যাচে ৭৭টি গোল করেছেন মেসি।
১৭ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু